ঢাকা জেলা প্রশাসন আজ শনিবার জেলার বিভিন্নস্থানে ৮৭৫ জন কর্মহীন মানুষকে খাদ্য পৌঁছে দিয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব রক্ষায় প্রতিদিনের মতো আজও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে।
জেলা প্রশাসন জানিয়েছে যে, আজ জেলার বিভিন্ন স্থানে মোট ৮৭৫ জন দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোও তারা সার্বক্ষণিক মনিটরিং করেন।
এছাড়া সিটি করপোরেশন এলাকা ও জেলার বিভিন্নস্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে ম্যাজিস্ট্রেটগণ প্রতিদিনের মতো আজও মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৪৫টি মোবাইল কোর্ট ৬১টি মামলায় ৭১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলাম আজ আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন, মহানগর আওয়ামী লীগ উত্তরের সিনিয়র সহ-সভাপতি, ওয়ার্ড সচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম