রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রবিবার সকাল ১০ টা ১২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউএনও’র অফিসিয়াল আইডি থেকে এ ধরণের একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে অনুরোধ করেছেন ইউএনও।
ইউএনও মহসীন মৃধা জানান, রবিবার সকাল থেকে তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে কয়েকজন জনপ্রতিনিধিকে কল দিয়েছে একটি চক্র। পরবর্তীতে ওই জনপ্রতিনিধিরা বিষয়টি ইউএনওকে জানালে নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারেন তিনি। এরপরই তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকতে অনুরোধ করেছেন তিনি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি চক্র নম্বর ক্লোন করেছিল। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল