করোনা পরিস্থিতিতে দোকান খোলায় ব্যবসায়ী ও পথচারীদের মারধর করার ঘটনায় বিক্ষুব্ধরা খুলনার দিঘলিয়ায় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ওপর হামলা করেছে। প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। পরে ঘটনাস্থলে শর্টগানের গুলি ছুড়ে উচ্ছৃঙ্খল জনতাকে প্রতিহত করে পুলিশ।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারাকপুর লাখোহাটি এলাকায় ওই ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শতাধিক মানুষ তার মোটরসাইকেলের গতিরোধে করে তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।
অভিযোগ রয়েছে, এর আগে গত শুক্রবার ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন স্থানীয় বারাকপুর বাজারে করোনা পরিস্থিতির মধ্যে দোকান খোলা রাখায় কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে তার ওপর পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোরশেদ বলন, পরিস্থিতি উত্তপ্ত থাকায় আগে থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল। ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল