ঢাকা জেলা প্রশাসন আজ সিটি করপোরেশনসহ জেলার বিভিন্নস্থানে ৬৬৬ কর্মহীনকে খাদ্য সমাগ্রী পৌঁছে দিয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব রাখার জন্য মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আজ ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৬৬৬টি দিনমজুর, সবজী-ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
এছাড়া করোনা সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মোট ৪৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৩ টি মামলা এবং ১,৬৪,৬০০ (এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শত) টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল