ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায় অসহায়, নিম্নআয়ের মানুষ, ছিন্নমূল ও ভাসমানসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সেই সাথে বিনামূল্যে বিতরণ করা হয়েছে ওষুধ।
সোমবার দিনব্যাপী নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরে এসব কার্যক্রম পরিচালনা করে স্বাচিপের ময়মনসিংহ জেলা শাখা। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মহিউদ্দিন খান মুন।
এ সময় ময়মনসিংহ পুলিশ লাইন্স হাসপাতালের এমআই হিউম্যান প্রান্ত রায়, ডিবি পুলিশের এস আই শরীফ হায়দার, জিয়াউল হক ও বাবুল মিয়াসহ ১নং ফাঁড়ি পুলিশ উপস্থিত ছিলেন।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘পুলিশ সুপার আহমার উজ্জামানের মানবিকতায় এই ফ্রি চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ চলছে। গত ১৩ এপ্রিল থেকে শুরু করে আজ পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পর্যায়ক্রমে এই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। যতদিন এই দুর্যোগ থাকবে ততদিনই এমন চিকিৎসা চালু থকেবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম