শিরোনাম
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
সবজি বিক্রেতাদের মহল্লায় পাঠাচ্ছে পুলিশ, ভিড় কমছে বাজারে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহীতে জনসমাগম ঠেকাতে বাজারকে বিকেন্দ্রীকরণ শুরু হয়েছে। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এই উদ্যোগ নিয়েছে।
রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেববাজার জিরোপয়েন্ট বোয়ালিয়া থানারই এলাকা। সাহেববাজারে ভিড় কমাতে এখন থেকে সবজি বিক্রেতাদের পাড়া-মহল্লায় পাঠাচ্ছে পুলিশ। এর ফলে কাঁচাবাজারে ভিড় কমছে।
গত ১৫ এপ্রিল থেকে পাড়া-মহল্লায় সবজি বিক্রেতাদের পাঠাতে শুরু করে পুলিশ। মঙ্গলবার এই থানার অধীনে থাকা ১৭টি ওয়ার্ডের ৯০টি পাড়া-মহল্লায় সবজির ভ্যান পাঠানো সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, পাড়া-মহল্লায় সবজির ভ্যান পাঠানোর কারণে বাজারে ভিড় কমছে। পাশাপাশি বিক্রেতারাও সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি বিক্রি করতে পারছেন। এতে করোনাভাইরাসে ঝুঁকি কমছে।
নগরীর টিকাপাড়া এলাকার গৃহিণী তানিসা খাতুন জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সবজি কিনতে বাজারে যেতেই তিনি ভয় পেতেন। তারপরও যেতে হতো। তিনি সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করলেও অনেকেই তার কাছাকাছি দাঁড়িয়ে পণ্য কেনা শুরু করতেন। পুলিশের পক্ষ থেকে মহল্লায় সবজির ভ্যান পাঠানোর নিশ্চয়তা দেয়ার পর তিনি স্বস্তি পান। এখন তিনি বাড়ির সামনেই ভ্যান থেকে সবজি কেনেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বাজার ছেড়ে ভ্যানে করে সবজি নিয়ে পাড়া-মহল্লায় যাওয়ার জন্য প্রথম দিন ১০ জন বিক্রেতাকে ঠিক করা হয়। মঙ্গলবার পর্যন্ত ৩১৫ জনকে ঠিক করা হয়েছে। তাদের এলাকাও ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে ভ্যানগুলো চিহ্নিতও করে দেওয়া হয়েছে। নির্ধারিত ভ্যান নির্ধারিত এলাকায় যাচ্ছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা সকাল ৭টার আগে সাহেববাজার সংলগ্ন মাস্টারপাড়া কাঁচাবাজার থেকে পাইকারিতে সবজি কিনছেন। তারপর তারা পাড়া-মহল্লায় চলে যাচ্ছেন। বিকাল ৫টা পর্যন্ত তারা সবজি বিক্রি করতে পারছেন। বাসিন্দারা বাজারে না গিয়ে বাড়ির সামনেই যেন ভ্যান থেকে সবজি কেনেন তার জন্য প্রচারণা চালানো হয়েছে। এ বিষয়ে ভালো সাড়াও মিলছে।
ওসি বলেন, সাহেববাজারের কাঁচাবাজার একটি সংকীর্ণ রাস্তার ওপর। ইতোমধ্যে সে রাস্তায় একমুখি বাজার চালু করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত সেখানে দোকানপাট খোলা থাকে। কিন্তু এখানে ভিড় কমানো যাচ্ছিল না। এ কারণে বাজার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ভাল ফল পাওয়া যাচ্ছে। বাজারে মানুষের ভিড় কমছে। পাড়া-মহল্লায় এখন শুধু সবজি পাঠানো হলেও ধীরে ধীরে অন্য প্রয়োজনী পণ্য পাঠানোর চিন্তা করছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর