করোনার প্রভাবে দীর্ঘ প্রায় এক মাস ধরে কর্মহীন সাধারণ মানুষের মাঝে প্রথমবারের মতো খাদ্য সহায়তা বিতরণ করেছে বরিশাল জেলা পরিষদ। জেলায় এই মুহূর্তে কয়েক লাখ মানুষ কর্মহীন থাকলেও মাত্র ১ হাজার ৪শ’ জনকে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল জেলা পরিষদ।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল জেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্দিষ্ট শারীরিক দূরত্ব অনুসরন করে সিটি করপোরেশন এলাকার ১০০ কর্মহীন সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম। এ সময় জেলা পরিষদ সদস্য মুনওয়ারুল ইসলাম অলি ও জিল্লুর রহমান মিয়া এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী মানিকহার রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যানর মো. মইদুল ইসলাম জানান, জেলায় এই মুহূর্তে মোট ১ হাজার ৪শ’ কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বরাদ্দ পেলে আরও কর্মহীন মানুষকে ত্রাণ দেয়া হবে।
এদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে গত সোমবার রাতে নগরীর ওয়ার্ডের ৪, ৬ ও ২২ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৫শ’ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এ নিয়ে আজ পর্যন্ত নগরীর ৩৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়। একই সাথে করোনা সংকামন এড়াতে প্রতিদিন নগরীর বিভিন্ন সড়কে ৩০ হাজার লিটার জীবানুনাশক তরল পদার্থ স্প্রে করা হয় বলে জানিয়েছেন সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী মোস্তফা জামান।
জেলা প্রশাসনের উদ্যোগেও আজ জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলার ৮৭টি ইউনিয়নে ৪ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/হিমেল