গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় বাইরে তালা ঝুলিয়ে ভিতরে সামাজিক দূরত্ব রক্ষা না করে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অপরাধে দুটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বুধবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় কতিপয় কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, বাইরের গেট বন্ধ রেখে ভিতরে কাজ করা হচ্ছে। এ সময় সংক্রামক ব্যাধি থেকে কারখানায় কর্মরত শ্রমিকদের রক্ষার জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এছাড়া সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব রক্ষা না করেই শ্রমিকদের দিয়ে কাজ চালানো হচ্ছিল, যা সংক্রামক ব্যাধি প্রতিরোধ কল্পে এবং দেশবাসীকে করোনাভাইরাস মুক্ত রাখার জন্য প্রদত্ত সরকারি নির্দেশনার পরিপন্থী। এ রূপ অপরাধ সংঘটনকারী ২টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলোর মধ্যে রেজাউল এ্যাপারেলসকে ২০ হাজার ও মেডিটেক্স ইন্ডাসট্রিস লি. কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতক ডিভিশনের ১৮ ইস্ট বেঙ্গল ব্যাটেলিয়নের পক্ষে মেজর আশরাফ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে এএসপি শুভাশিসসহ তাদের নিজ নিজ বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত