করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় পজিটিভ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও চর্মরোগ ও যৌনব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার সুস্থ হয়ে উঠেছেন।
অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার জানান, সকলের দোয়া ও আল্লাহর রহমতে আমি ও আমার কন্যা সুস্থ হয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে গত ৮ এপ্রিল তার করোনভাইরাসের পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। তারপর তিনি রাজধানীর গ্রীণ রোডের নিজস্ব বাসায় আইসোলেশন থেকে চিকিৎসা নিয়েছেন, বাসায় স্ত্রী আর মেয়ে রয়েছেন, তার এক ছেলে আমেরিকায় থাকে। পরে তার কন্যা নীলিমা সিকদার ধরিত্রীরও (২০) নমুনা টেস্টে করোনাভাইরাস পজেটিভ এসেছিল। তবে সর্বশেষ গত ২১ এপ্রিল তারিখে দুইজনেরই নমুনা টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে তারা দু'জনেই সুস্থ আছেন এবং করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
তিনি তার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ করে তার জন্য যারা দোয়া করেছেন, এই সময়ে তার খোঁজ-খবর রেখেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
ডা. শহীদুল্লাহ সিকদারের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও এলাকায়।
বিডি প্রতিদিন/আরাফাত