করোনার কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে পাকা ধান নিয়ে বিপদে পড়েছেন কৃষকরা। তেমনই একজন কৃষক গাজীপুরের আনোয়ার হোসেন। কোন এক মাধ্যমে খবরটি জানতে পারেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর।
এররপই ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বুধবার ভোর থেকে বিকাল ৩টা পর্যন্ত কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে টঙ্গীর চাংকিরটেক বিলে এলাকায় প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নাজিম উদ্দিন, আমির হামজা, রাশেদুল হাসান রাশেদ, দীন মোহাম্মদ নিরব, সোহেল আহম্মেদ, সোহেল আকন, সেলিমখান, সাহিন হোসেন, মেহেদী হাসান শিশির, ফিরোজ সরদার, মিরাজুর রহমান রায়হান, কাজী জয়, রাকিব হাসান, তামজিদুল ইসলাম তামিম, ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর পর্যন্ত ৩ বিঘা জমির ধান কাটার পর বিকাল সাড়ে ৩টার মধ্যে সমস্ত ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
জমির মালিক কৃষক আনোয়ার হোসেন জানান, করোনাভাইরাসের কারণে আমি ৫ দিন ধরে বিভিন্নভাবে ধানকাটার লোক খুঁজে না পেয়ে কাজী মঞ্জুরকে বিষয়টি খুলে বলি। তখন কাজী মঞ্জুর বিনা মজুরিতে আমার ৩ বিঘা জমির ধানকেটে বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/আরাফাত