পুরান ঢাকায় চাঁনখারপুল ও বকশী বাজার এলাকায় অহেতুক ঘোরাফেরা করার অপরাধে ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ থেকে গাড়ি নিয়ে ঢাকায় আসায় তিনটি গাড়ি জব্দ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় র্যাবের এ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের জানান, আমাদের এই অভিযান নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য। যারা অপ্রয়োজনে ঘর থেকে বেরিয়ে আসছে তাদেরকে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ। পুরনো ঢাকার চাঁনখারপুল ও বকশী বাজার এলাকায় অহেতুক ঘোরাফেরা করায় ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা এবং লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ থেকে গাড়ি নিয়ে ঢাকায় আসায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক