২৩ এপ্রিল, ২০২০ ১০:৫৭

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষাসামগ্রী দিল যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষাসামগ্রী দিল যুবলীগ

দেশে পর্যায়ক্রমে করোনাভাইরাসের মহামারির প্রকোপ বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি তাদের চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক ও নার্স আক্রান্ত হয়ে পড়ছেন। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষাসমগ্রী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচায্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার হাতে এ সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক  আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী দিয়েছেন যুবলীগ নেতা ও এনজেএন ইন্টারন্যাশনা লিমিটেডেরর ব্যবস্থাপনা পরিচালক মো: নুর আলম মিয়া। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়ার হাতে সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন তিনি।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর