২৭ মে, ২০২০ ২২:২৭

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের করোনা ইউনিটের ৫ জন নিহত হয়েছেন। তারা সেখানে আইসোলেশনে ছিলেন।

বুধবার রাত ৯ টা ৫৫ মিনিটে হাসপাতালের নিচ তলার আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, জরুরি বিভাগের এসি বিস্ফোরণের ফলে সেখানে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর