ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শনিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিল।
হাসপাতাল সূত্রে থেকে পাওয়া মৃতদের নাম- মোস্তফা (৬০) করোনা পজিটিভ। বাড়ি লক্ষ্মীপুর, গত ৮/০৬/২০ ভর্তি হয়। এবং আজ রবিবার সকাল সাড়ে ৬টায় মারা যায়।
সালেহা (৫৪) মতলব। বাড়ি চাঁদপুর। গত ১৩ জুন ভর্তি হন। এবং গতকাল দুপুর পৌনে ২টায় মারা যান।
দেলোয়ার হোসেন (৭৩) গত ১৯ জুনে ভর্তি হয়। এবং গতকাল দুপুর ২টা ৫৪ মিনিটে মারা যান।
নুরজাহান (৬০), বগুড়া। গতকাল ২০ জুনে ভর্তি করা হয়। এবং গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ২০ জুন মারা যান।
রাসিদা (৫০)। সাভার। গত ১৬ জুন ভর্তি হন। গতকাল রাত ৮টা ৪০ মিনিটে মারা যান।
স্বপন (৬০। ফেনী। গত ১৫ জুন ভর্তি হন এবং গতকাল রাত ৮টায় মারা যায়।
রিনা (৪৩)। লালবাগ, ঢাকা। গত ১৮ জুন ভর্তি হয়। এবং গতকাল রাত ১১টা ২০মিনিটে মারা যান।
সালেহা বেগম (৬২) জুরাইন। গত ০৫ জুন ভর্তি। এবং গতকাল রাত ২.৩০ মিনিটে মারা যান।
আয়েশা খাতুন (৪৮) লালবাগ, ঢাকা। গত ৬ জুন ভর্তি হন। গতকাল রাত সাড়ে ৩টায় মারা যান।
নাসিমা বেগম (৪৪) ওয়ারী, ঢাকা। গত ১৮ জুন ভর্তি হন। আজ ভোর ৪.২২মিনিটে মারা যান।
শামীম আহম্মেদ (৫৫), ঢাকা। গতকাল রাতে নিয়ে আসেন এবং গতকাল রাত ২০ জুন ৯.২০ মিনিটে মারা যান।
মাগফার উদ্দিন (৬৩)। লক্ষ্মীপুর। গতকাল ভর্তি হন। আজ সকাল ৭টায় মারা যান।
বিডি প্রতিদিন/আরাফাত