রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাসদ জেলা শাখার ব্যানারে সকালে নগরীর ফকির বাড়ি রোডে বাসদের দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার। বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিস্ট নাগরিক নজরুল ইসলাম খান।
বিডি প্রতিদিন/হিমেল