ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ এবং কর্মহীন দুস্থ অসহায় রিকশাচালক, ভ্যান চালক ও অটোরিকশা চালকসহ পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবদল।
জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সার্বিক তত্ত্বাবধায়নে শনিবার বিকেলে নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় ও দলীয় কার্যালয়ের সামনে রানা করা উন্নত মানের প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। পরে কাউনিয়া আকন ভিলা সংলগ্ন এলাকায় ১ হাজার অসহায়-দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে নগরীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে যুবদল নেতারা। এ সময় জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব ছাড়াও সহসভাপতি ফজলুল বারী চয়ন, মিজানুর রহমান খান, উলফত রানা রুবেল, অহেদুল ইসলাম রুবেল, রাজিব হাসান সাগর ও আলি হয়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন