রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে দুইজন ও জেলার পুঠিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। তারা তিনজনই জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য আবদুল হান্নান (৩৯) ও শহিদুল ইসলামকে এবং জেলার পুঠিয়া থানা এলাকা থেকে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।
জিয়াউর রহমান জেএমবির থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই থানা পুলিশে সোপর্দ করেছে র্যাব।
বিডি প্রতিদিন/ আবু জাফর