জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ শ্লোগান নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, ইউনিসেফের বিভাগীয় প্রধান এইচএম তৌফিক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহন করেন।
সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, রাস্ট্রের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ন। শিশু জন্মের ৪৫ দিনের মধ্য নিবন্ধন হলে সরকারি বিভিন্ন পরিকল্পনা গ্রহনে সহায়ক হয় এবং শিশুরা সরকারি বিভিন্ন কর্মসূচীর সুবিধা পায়। তাই জন্ম ও মৃত্যুর দ্রুত নিবন্ধনের উপর গুরুত্বারোপ করা হয় সভায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার