রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বাখরাবাদ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, ওই এলাকার আনিসুর রহমানের মেয়ে আইমিন আক্তার শেলি (১৩) ও জিয়াউর রহমানের মেয়ে জিসা খাতুন (৯)।কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শেলি ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জিসা পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা উদ্ধার করে দুই শিশুকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন