ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে নির্বাচনী গণসংযোগ থেকে যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের উপর তার গাড়িতে এ হামলা চালানো হয়।
অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।
প্রচারণায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।
আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর দেয়া এক বক্তব্যের সমালেচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নাবালক ও অর্বাচীন। তার প্রতিপক্ষের প্রার্থী সম্পর্কে কোন ধারণা নাই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে সম্পূর্ণ ফালতু অপপ্রচার চালাচ্ছে। আবার আমার গণসংযোগে হামলা চালাচ্ছে।
তিনি বলেন, 'আমি সালাহ উদ্দিন আহমেদ এই এলাকার তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। আওয়ামী প্রার্থী আমার প্রচারণায় অতর্কিত হামলা করে। তিনি জনগণের মনে আঘাত করেছে এবং রাজনীতিতে তার 'নাবালকে'র পরিচয় দিয়েছেন।'
এর আগে ডেমরা বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন এই বিএনপি প্রার্থী।
বিডি প্রতিদিন/আরাফাত