২৪ অক্টোবর, ২০২০ ২২:১১

হাজেরা এগ্রোবেজড কোল্ড স্টোরেজের উদ্বোধন

অনলাইন ডেস্ক

হাজেরা এগ্রোবেজড কোল্ড স্টোরেজের উদ্বোধন

ফিতা কেটে উদ্বোধন মুহূর্ত

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙাপ্রেস রোডের নবী টাওয়ারে উদ্বোধন হলো ‘হাজেরা এগ্রোবেজড কোল্ড স্টোরেজ’। আজ বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবী। এসময় স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী কে এম সিরাজউদৌলা খোকন জানান, অত্যাধুনিক ও পরিবেশবান্ধব হাজেরা এগ্রোবেজড কোল্ড স্টোরেজে মাল্টিস্টোরেজ চেম্বার রয়েছে। এখানে ব্যবসায়ীদের সুবিধার্থে মাছ, মাংস, ফল-মূল ফ্রিজিং ও সবজির হিমায়িত সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে ।

প্রতিটি চেম্বারে অটোমেটিক আদ্রতার সঠিক স্তর ঠিক রাখা হয় অত্যাধুনিক প্রযুক্তিতে। এছাড়া ২৪ ঘণ্টার নিজস্ব পরিবহন ব্যবস্থা, জনবল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি

উল্লেখ্য, অত্যাধুনিক কোরিয়ান প্রযুক্তিতে গড়ে তোলা এই হাজেরা এগ্রোবেজড কোল্ড স্টোরেজ লাইসেন্সপ্রাপ্ত ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর