ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীরা। সোমবার বিকাল ৩টায় উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স হতে বিশাল মিছিল সহকারে কাবাব ফ্যাক্টরি মোড় প্রদক্ষিণ করে গণসংযোগ শেষ হয়।
গণসংযোগকালে রাজলক্ষ্মী মার্কেটে লিফলেট বিতরণ শেষে রাস্তার দুই পাশে লিফলেট বিতরণ করা হয় ও জনগণের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়। দীর্ঘ সময় নির্বাচনী প্রচারণা শেষে আবারও বিশাল মিছিল সহকারে হাউজ বিল্ডিংয়ে বিএনএস টাওয়ারের পাদদেশে নির্বাচনী পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শেষ হয়।
সমাবেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. একেএম মাসুদ আখতার জিতুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহম্মেদ অসীম।
পথসভায় বক্তব্য রাখেন কৃষিবিদ প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ড্যাব যুগ্ম-মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কৃষিবিদ আনিসুজ্জামান, এম-ট্যাব মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, এম-ট্যাব সিনিয়র যুগ্ম-মহাসচিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষার, কৃষিবিদ কামরুজ্জামান জনি, ডা. গালিব হোসেন, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. লাবিদ রহমান, কৃষিবিদ রাকিবুল ইসলাম, কৃষিবিদ সানোয়ার আলম, খান মো. মনোয়ারুল ইসলাম, ঢাবি ছাত্রদল আহ্বায়ক রাকিবুল ইসলাম, ডা. আসিফ আহম্মেদ খান, এম-ট্যাব যুগ্ম-মহাসচিব মামুনুর রশিদ মামুন, এম-ট্যাব দফতর সম্পাদক আবুল কাশেম আশিক, গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি সম্রাটসহ জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য ব্যরিষ্টার অসীম বলেন, সারাদেশে আওয়ামী লীগের অধপতন ঘটেছে, খোদ উত্তরাতেও ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিপরীতে শেখ হাসিনার নির্বাচন করার আহ্বান জানান এবং করুন পরাজয় হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকল ভয়-ভীতি আওয়ামী অত্যাচার উপেক্ষা করে আগামী ১২ তারিখে সকল ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোর্শেদ হাসান খান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে সর্বদা কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে দেশের মহামারী, বন্যাসহ বিভিন্ন দুযোগ দুর্বিপাকে জনগণের পাশে আছে ও থাকবে।
উত্তরা উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রচারণা প্রতিদিন অব্যাহত থাকার ঘোষণা দেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত