১৫ নভেম্বর, ২০২০ ১৯:৩২

কাটাখালীর উন্নয়নে সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না: নানক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কাটাখালীর উন্নয়নে সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না: নানক

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে রাজশাহীর কাটাখালী এলাকার ছাত্র ও যুবসমাজের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কাটাখালী এলাকার অতীত ছিল জামায়াতের তথাকথিত ঘাঁটি। 

সেই ঘাঁটিকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করার পাশাপাশি এলাকায় উন্নয়নের জোয়ার এনেছেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। যার নেতৃত্বে পৌর এলাকা সুন্দর হয়েছে, তাকে আরও সুন্দর করার দায়িত্ব দিতে হবে। কাটাখালীর উন্নয়নে কেউ সঠিক নেতৃত্ব চিনতে ভুল করবেন না।

আসন্ন কাটাখালী পৌরসভার নির্বাচন উপলক্ষে ছাত্র ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার বিকালে মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

নানক বলেন, জামায়াত-শিবিরের অত্যাচারে কাটাখালী এলাকায় আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসবাস করতে পারতেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা হতো এই কাটাখালী থেকে। সেই কাটাখালী এখন পরিচ্ছন্ন, সুন্দর একটি পৌরসভায় পরিণত হয়েছে। কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না।

ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন স্থানীয় এমপি আয়েন উদ্দিন। তিনি বলেন, কাটাখালীর ইতিহাসে এটি সবচেয়ে বড় ছাত্র ও যুব সমাবেশ। আসছে নির্বাচনে নৌকাকে এবার সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাহলে কাটাখালীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে।

সভায় কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র আব্বাস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আলী, তরুণ নেতা আসিফ হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর