গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় এক অটোরিকশা চালককে খুন করে তার রিকশা ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকার শাহজাহান ভূঁইয়া মেমোরিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. শাকিল (২০)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার চরক কামাল এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানাধীন ইউসুফ মার্কেট এলাকার ইউসুফের বাড়িতে ভাড়া থেকে এলাকায় অটোরিকশা চালাতেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকার শাহজাহান ভূঁইয়া মেমোরিয়াল স্কুলের পাশে মঙ্গলবার দিবাগত রাতে অটোরিকশা চালক শাকিলের (২০) মাথায় আঘাত করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত শাকিলকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শরীফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ