রাজধানীর কদমতলী থানার ইকোপার্ক সংলগ্ন খাজার ড্যাগ এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সুবল চন্দ্র বর্মন (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুবল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের সুধির চন্দ্র বর্মনের ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর জুরাইনের আলমবাগে আলম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিনগত রাতে বাসা থেকে কাজে যাওয়ার সময় খাজার ড্যাড এলাকায় একটি ট্রাকের সঙ্গে সুবলকে বহনকারী অটোরিকশাটির সংঘর্ষ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক