সাভারের আড়াপাড়া থেকে ময়ুরী (৩৬) নামে বেদে সম্প্রদায়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত হোসেন।
বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার আড়াপাড়ার জমিদার বাড়ি মন্দিরসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়ুরী সাভারের বেদেপাড়া এলাকার তাহের মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বাজার রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, গত রাতে ওই এলাকার জমিদার বাড়ির মন্দিরে নাচগান করার জন্য আসেন ময়ুরী। রাত ১০টা পর্যন্ত তিনি নাচগান করে বাসার উদ্দেশে চলে যান। পরে ভোরে মন্দিরসংলগ্ন এলাকার একটি গলিতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই