বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন খাল থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে পুলিশ।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আজ বিকেল ৩টার দিকে স্থানীয়রা বার্থী বাজারের পূর্ব পাশে খালের মধ্যে একটি বস্তা ভাসতে দেখে থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে অর্ধ-গলিত এক নারীর মরদেহ দেখতে পায়।
ওই নারীর লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তাকে হত্যার পর বস্তায় ভরে মরদেহটি খালের মধ্যে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় মামলা দায়ের সহ নিহতের পরিচয় উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান।
বিডি প্রতিদিন/আবু জাফর