খুলনার খানজাহান আলী থানার তেলিগাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দিদারুল ইসলাম লাভলু (৪৫) মারা গেছেন। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, শুক্রবার বিকালে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মাছের ঘেরে যাওয়ার পথে খুলনা-যশোর বাইপাসের তেলিগাতি নামক স্থানে একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িগেট ক্লিনিক ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ