মুজিববর্ষ উপলক্ষে রংপুরে সফল উদ্যোক্তা সম্মাননা, হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও স্বেচ্চায় রক্তদাদের তালিকার ওয়েবসাইট উদ্বাধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
প্রেসক্লাব সভাপতি আব্দুর রশিদ বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
রংপুর প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রক্তদাতার তালিকা সমৃদ্ধ একটি ওয়েবসাইটের উদ্বোধন করাসহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মুজিববর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নৈশ্য প্রহরীদের শীত নিবারণে জ্যাকেট, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে আলোর প্রদর্শক বই, অস্বচ্ছল কর্মহীনদের মাঝে ভ্যান বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন