২২ জানুয়ারি, ২০২১ ০৮:৪৮

রাজধানীতে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৯

অনলাইন ডেস্ক

রাজধানীতে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৯

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নয় ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। 

গ্রেফতারকৃতরা হল- মো. হেলাল উদ্দিন (২৪), মোসা. ঝুমুর আক্তার (২০), মো. আশিক মিয়া (২৪), মো. শাহ আলম (২৪), মো. শরিফ (৪৫), মো. শফিকুল ইসলাম (২৩), মো. হেলাল উদ্দিন (২৮), মো. আমজাদ হোসেন (৫৫) ও মো. মাহাবুব আলম (৩৬)। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, অভিযুক্তরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর