ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ রাজধানীর যাত্রাবাড়ীতে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতের নাম গিয়াস উদ্দিন শামীম (৪২)।
গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। শামীমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক