রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ইনস্টিটিউটের নিচতলায় ওয়াশরুমে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই কর্মীর নাম মিলন (২৫)। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। আউটসোর্সিংয়ে এক বছর ধরে তিনি ওই ইনস্টিটিউটে রিসিপশনের কাজ করছিলেন।
এ ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। তিনি জানান, কী কারণে মিলন আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ