দেশে তৈরি পোশাক কারখানা ও চামড়া শিল্পের বিকাশে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা।
শনিবার দুপুরে গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে ইতালি রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এমন আগ্রহ দেখিয়েছেন।
এর আগে সকালে প্রতিনিধি দলটি সিটি কর্পোরেশনের নগর ভবন কার্যালয়ে এসে পৌঁছালে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
পরে প্রতিনিধি দলটি নগরীর সালনা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারখানা পরিদর্শন শেষে মেয়র জাহাঙ্গীর জানান, কোরবানির ঈদের সময় আমাদের দেশে পচনশীল অনেক চামড়া সস্তায় বিক্রি হয়। ইতালি যেহেতু চামড়ার ক্ষেত্রে সারাবিশ্বে একটি ব্র্যান্ড, তাই আমরা এখানে তাদের নিয়ে এসেছি। তারা এখানে অর্থনৈতিক জোন করার মাধ্যমে চামড়াকে প্রক্রিয়াজাত করে তাদের দেশে নিয়ে যাবে বলে একমত হয়েছে।
এ সময় ইতালী রাষ্ট্রদূত কারখানার কর্মপরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং চামড়া শিল্প বিকাশে সিটি করপোরেশনকে তার সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূতকে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন