ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহায়তা চাইতে উদযাপন জাতীয় কমিটি নেতারা রবিবর দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবেন।
আরও পড়ুন : বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ আর নেই
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, দুপুর ১টায় ডিএমপির সদর দফতরে কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের এই সাক্ষাৎ হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন- প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিডি প্রতিদিন/ফারজানা