পুলিশি বাধা উপক্ষো করে কেন্দ্রীয় কর্মসূচি প্রতিবাদ সমাবেশ পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সোমবার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল