চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আজীবনের ভরণপোষণ এবং লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি জানান।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট একে আজাদ, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, অধ্যক্ষ মিজানুর রহমান, প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই