প্রখ্যাত নির্মাণ ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্রিকেটের নবযুগের সূচনাকারী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি কে জেড ইসলাম আর নেই। আজ সোমবার বিকাল ৩ টা ৫৫ মিনিটে নিজ বাসভনে ইন্তকাল করেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কে জেড ইসলাম নির্মাণ স্কুল ক্রিকেট প্রবর্তন করে বাংলাদেশের ক্রিকেটের নতুন প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিলেন। এই নির্মাণ স্কুল ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের নবযুগের সূচনা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৪ জন পুত্র ও পুত্রবধূ, ৬ দৌহিত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। কে জেড ইসলামের নামাজে জানাজা আজ রাত ৮ টা ৪৫ মিনিটে আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ