ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এ সহযোগিতার চেক গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক তার নিজ কার্যালয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের পরিবারের হাতে তুলে দিয়েছেন।
রাশেদুল ইসলামের পক্ষ থেকে তার স্ত্রী আরজিনা খাতুন ৩৭ লাখ ৫০ হাজার টাকা ও বেদের আলীর পক্ষ থেকে তার স্ত্রী খাদিজা বেগম ২৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে করোনার সময়ে রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও আইসিইউতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী বেদের আলী মারা গেছেন। তাদের অর্থসহায়তা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত