বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর নবগ্রাম রোড বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যলয় চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন ফার্মের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধন অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক দিপক রঞ্জন রায়, মৎস্য বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রদর্শনীতে আগত বিভিন্ন জাত ও প্রজাতির ছাগল, দুম্বা, পোল্ট্রি এবং দেশী-বিদেশি কবুতর ও পাখি পরিদর্শন করেন।
দিনব্যাপী এ প্রদর্শনীতে বিভিন্ন ওষুধ কোম্পানির ২৭টি স্টল অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন