বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে ১৮ হাজার ৫৫৪টি গাছের চারা রোপণ করবে।
মঙ্গলবার (২২ জুন) এ কর্মসূচির অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন রেঞ্জ কার্যালয় চত্বরে আম গাছের চারা রোপণ করে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, খুলনা হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল মামুন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত