রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন। এ ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে রাস্তায় সিগনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাচও ভেঙে চুরমার হয়েছে। দোকানের শাটার বিস্ফোরণে উড়ে গিয়ে বাসের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। কমিউনিটি হাসপাতালে অনেক আহতকে নেওয়া হয়েছে।
এর আগে, বিস্ফোরণে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণের ঘটনায় আহত ৩৬ জনকে সেখানে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক