ঢাকার কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ ২০-২১ অর্থ-বছরের শিক্ষার্থীদের বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা অবস্থায় বাংলাদেশের একটি মানুষও অনাহারে থাকবে না। সকল মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সরকারের আমলে ঝড়ে পড়া শিক্ষার্থীর কমে এসেছে। বাল্যবিবাহ কমে এসেছে। কারণ এই সরকার উন্নয়নবান্ধব সরকার, শিক্ষাবান্ধব সরকার।
অনুষ্ঠান শেষে ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা ও একটি বাইসাইকেল প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত