রাজধানীর কারওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত সেই তরুণের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
পথচারীরা সেই তরুণকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় রাত পৌনে ১১টার দিকে। ঢামেক হাসপাতালে আনার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি এটিএম কার্ড, পেনড্রাইভ ও কিছু টাকা ছিল। কিন্তু তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত