জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে সারাদেশে ধর্মঘট পালন করছে বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা ছাড়াই তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
আজ শুক্রবার বিভিন্ন চাকরির পরীক্ষা ছিল। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরতে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে। ইতোমধ্যে রেলের টিকিট শেষ হয়ে গেছে বলে সূত্র জানিয়েছে।
স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য গণমাধ্যমকে বলেন, ‘ বাস বন্ধ থাকায় সব মানুষ ট্রেনে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য সকাল থেকেই কমলাপুরে মানুষের উপচেপড়া ভিড় ছিল। তবে টিকিট না পেয়ে অনেকেই ফিরে গেছেন।’
গাজীপুর থেকে আসা দুলাল হোসেন বলেন, ‘গতকাল রাতে বাসে করে এসেছিলাম। আজ সকালে জানতে পারলাম, গণপরিবহন বন্ধ থাকবে। গণপরিবহন না থাকায় এখন কমলাপুর রেলস্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছি না। প্রচুর ভিড়।’
তামান্না নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষা শেষে বাড়ি ফিরব, এখন দেখি সব গণপরিবহন বন্ধ। তাই বাধ্য হয়ে ট্রেনে করেই নোয়াখালী যেতে হবে। কিন্তু এসে টিকিট পাচ্ছি না। দাঁড়িয়ে আছি, টিকিট পেলে বাড়ি ফিরতে পারব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ