চাহিদা দিয়েও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি জিপ ও ৩৩ মোটরসাইকেল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অফিস বিআরটিএকে চিঠি দিয়েছে।
জানা গেছে, ৪ বছর আগে কুড়িগ্রামে একটি মিটসুবিসি জিপ (মেট্রো-ঘ ১৫-২১১৫) দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় শিক্ষা অফিসের এক কর্মকর্তাসহ কয়েকজন আহত হন। এরপর থেকে জিপটি পড়ে রয়েছে। জিপটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। জিপটি মেরামতের জন্য সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না আসায় জিপটি মেরামত করা হয়নি। এছাড়াও দীর্ঘদিন থেকে আরও ৩৩টি মোটরসাইকেল নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোও নিলামে দেওয়ার প্রস্তুতি চলছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. এম শাহজাহান সিদ্দিক বলেন, আমার আগে যে কর্মকর্তা ছিলেন তার আমলে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্যমে জিপটির কী কী ক্ষতি হয়েছে, তার তালিকা করে শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত জিপটি মেরামত করে চালানো গেলেও মেরামতের খরচ বেশি হওয়ায় বরাদ্দ পাওয়া যায়নি। ফলে জিপটি মেরামত করা সম্ভব হয়নি। এছাড়া আরও ৩৩ নষ্ট মোটরসাইকেলও নিলামে দেওয়ার জন্য বিআরটিএকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে যে গাড়িটি ব্যবহার হচ্ছে, এটিতে জ্বালানি খরচ বেশি হচ্ছে। ফলে ব্যয় অস্বাভাবিক বেড়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই