ডিজিটাল বাংলাদেশ-২০২১ পুরস্কার পেল হেলথ কেয়ার স্টার্টআপ ঢাকা কাস্ট। গত রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে (সাধারণ) বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে ‘বেস্ট টিম’ অ্যাওয়ার্ড পায় প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকা কাস্টের প্রতিষ্ঠাতা ডা. ফাহরিন হান্নানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো: মনতাসির ইসলাম, সদস্য মো: আল ফেরদৌসসহ অন্যন্য সদস্যরা।
ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২১ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ