গাজীপুরের টঙ্গীতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ছাত্রদলে যুগ্ম সম্পাদক শেখ সুমন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের দত্তপাড়া এলাকায় রাজনৈতিক কার্যালয়ে বিকালে থানা ছাত্রদলের কর্মী সভা ও বিজয় দিবসের আলোচনা সভা ছিল। পূর্ব থানা ছাত্রদলের ৫০-৬০ জন নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশ দিয়ে সালাহ উদ্দিন সরকারের বাসায় ঢোকার সময় টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকার বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা আমার বাসায় ঢোকার সময় কলেজ ছাত্রলীগ নেতারা কর্মীদের ধাওয়া দেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এটা ঠিক নয়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিন) মো. ইলতুৎ মিশ বলেন, ‘ধাওয়া পাল্টা ধাওয়া নয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ