ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর ৫০নং ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় যাত্রাবাড়ীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। একইসঙ্গে সন্ধ্যায় চন্দনকোঠায় পঞ্চায়েত কমিউনিটি সেন্টারে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিএসসিসি’র ৫০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. মাসুম মোল্লার সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫-এর সংসদ সদস্য ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।
এছাড়া যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নাসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ডিএসসিসি’র ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক