রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার রাতে শপিং মলের চারতলার দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষতির পরিমাণ জানতে পারেনি পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ শনিবার সকালে এসে দুই প্রতিষ্ঠানের কর্মচারীরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় আমরা সংগ্রহের চেষ্টা করছি। কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে।
রমনা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান রানা জানান, কী পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। জড়িতদের গ্রেফতারে আমরা ইতোমধ্যেই অভিযানে নেমেছি।
বিডি প্রতিদিন/ফারজানা