পুলিশের বাধা এবং লাঠিচার্জ উপেক্ষা করে বরিশালে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল সমাবেশ এবং র্যালি করেছে ছাত্রদল। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে এই ঘটনা ঘটে।
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে ছাত্রদল নেতাকর্মীরা নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হয়। এ সময় অশ্বিনী কুমার হলের সামনে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে তারা দলীয় কার্যালয়ে ভিড় করেন।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু। বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্যরা।
উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির।
সমাবেশ শেষে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের করলে অশ্বিনী কুমার হলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে র্যালি অব্যাহত রাখলে র্যালির শেষভাগের নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছাত্রদলের কর্মসূচি পণ্ড করতেই পুলিশ শান্তিপূর্ণ র্যালিতে বাধা এবং লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তবে শৃঙ্খলার স্বার্থে তাদের বাধা দেয়া হয়েছে বলে দাবি করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যে কোন অনাকাংখিত পরিস্থিতি রোধে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        